ee88

গণহত্যা দিবসে শহীদদের স্মরণে বাকৃবিতে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে শিশু-কিশোর কাউন্সিল, বাকৃবি এর আয়োজনে মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) সকাল ১১.০টায় প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোর কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মো: সামছুল আলম এর সভাপতিত্বে এবং সদস্য-সচিব প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার এবং বাকৃবি সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক প্রতিযোগী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।

Publish Date: 25 Mar, 2025