ee88

বাকৃবিতে কৃষি অনুষদীয় শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৯-২০(সন্মান) ব্যাচের শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধনী সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকাল ১০.৩০টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। কৃষি অনুষদীয় ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর(অব:) ড. মো: জহিরুদ্দিন, প্রাক্তন ডিন কৃষি অনুষদ, প্রফেসর(অব:) মো: গোলাম রাব্বানী প্রাক্তন ডিন কৃষি অনুষদ,প্রফেসর ড. মো: শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা বাকৃবি এবং ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু । ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট সেলের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মাসুম আহমাদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং এই প্রোগ্রামের অংশগ্রহণকারী তিনজন শিক্ষার্থী(একজন বিদেশি শিক্ষার্থীসহ) তাদের অনুভুতি প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শুরুতে এই প্রোগ্রাম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ইন্টার্নশীপের গুরুত্বপূর্ণ দিক তোলে ধরেন। তিনি শেখানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি কঠোরতা বজায় রেখে যথোপযুক্ত মনিটরিং এর আহবান জানান। তিনি শিক্ষার্থীদের রাস্ট্রীয় টাকার সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বি, আত্মবিশ্বাসী গ্রাজুয়েট হিসেবে নিজেকে গড়ে উঠার মাধ্যমে মানুষের সেবা তথা দেশের সেবায় আত্মনিয়োগের পরামর্শ দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ইন্টার্নশীপের সময়কাল ভবিষ্যতে ৬ মাসে উন্নীত করার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিনিয়র শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র -ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, দুইমাস মেয়াদি ৫ ক্রেডিটের এই ইন্টার্নশীপ প্রোগ্রামে ২১টি গ্রুপে ৬ জন বিদেশি শিক্ষার্থীসহ সর্বমোট শিক্ষার্থী ৩১৫ জন এবং কৃষি অনুষদের সাথে সার্বিক সহযোগীতায় রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Publish Date: 07 Apr, 2025