বাকৃবিতে স্নাতক ১ম বর্ষ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (স্নাতক) কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ এপ্রিল ২০২৫) বিকাল ৩টা হতে ৪টা পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের আওতাধীন বিভিন্ন ভবন, ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থিত স্কুল ও কলেজে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবি পরীক্ষা কেন্দ্রের একাধিক অঞ্চলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ শহীদুল হক , রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব, কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর প্রফেসর ড. সোনিয়া সেহেলী, প্রফেসর ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ গণমাধ্যমের প্রতিনিধিগণ।
এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলে ২৪৬টি কক্ষে ১২৬৬৫ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা হয়েছে এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।পরীক্ষার সার্বিক বিষয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ, কে, ফজলুল হক ভূঁইয়া বলেন যে বাকৃবিসহ ৯টি বিশ্ববিদ্যালয়ে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে এবং বাকৃবিতে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।এবারের পরীক্ষার্থীদের মাঝে ছাত্রীদের আধিক্য বেশি। সফলভাবে পরীক্ষা সম্পন্নের জন্যে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।এবার ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩৮৬৩টি এবং বাকৃবিতে মোট আবেদনকারী ১২৬৬৫ জন এবং পরীক্ষায় অংশ নেন ১১৫১১ জন। এর মাঝে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা-১১১৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ টি আসন রয়েছে।
উল্লেখ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট ৯টি কেন্দ্র এবং ১৩ টি উপ-কেন্দ্রসহ সর্বোমোট ২২ টি কেন্দ্রে সারাদেশে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকৃবিতে মোট উপস্থিতির হার ৯০.৮৯শতাংশ। এবারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৫ এপ্রিল ২০২৫।