জনসাধারনের ফসল উৎপাদনক্ষম জায়গার সর্বোচ্চ ব্যবহার করে সময়োপযোগী ফসল নির্বাচন, উৎপাদন কলাকৌশল, রোগবালাই, পোকামাকড় দমনসহ সার্বিক বিষয়ে টেলিসেবা প্রদানে বাংলাদেশের কৃষি সংক্রান্ত সকল সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদালয়ের শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে সার্বক্ষনিক টেলিসেবা ও ই-কৃষি সেবা প্রদান চালু করা হয়েছে। বাংলাদেশের যেকোন অঞ্চল থেকে ফসল উৎপাদন সংক্রান্ত যেকোন পরামর্শ পেতে আগ্রহী সকলকে নিম্নোক্ত হটলাইন নম্বরসমূহে যোগাযোগ করার জন্য আহবান করা হলো।
Publish Date: 30 Apr, 2020