ee88

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২৩ জন শিক্ষার্থীর পিএইচ. ডি ডিগ্রী লাভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩২০তম অধিবেশনে বিভিন্ন বিষয়ের ওপর মোট ২৩ জন শিক্ষার্থীকে পিএইচ. ডি ডিগ্রী প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিসূত্রে এ তথ্য জানা যায়।
পিএইচ.ডি ডিগ্রী প্রাপ্তদের নাম ও বিভাগ গুলো হচ্ছে ঃ মেডিসিন বিভাগ থেকে নাসির উদ্দীন আহমেদ, কীটতত্ত¡ বিভাগ থেকে এ কে এম মাহবুবুর রহমান, মুহাম্মদ আবু তাহের, কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগ থেকে মোহাম্মদ রেজওয়ান মোল্লা, কামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ হাফিজার রহমান, সীড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ থেকে মোহাম্মদ আকিকুল ইসলাম, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ থেকে কামরুন নাহার মনিরা, মোহাম্মদ আব্দুর ও রশিদ, পশু বিজ্ঞান বিভাগ থেকে মোহাম্মদ আতাউর রহমান, ডেয়রি বিজ্ঞান বিভাগ থেকে এস.এম. রাজিউর রহমান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ থেকে মোঃ হাতেম আলী, কৃষি অর্থনীতি বিভাগ থেকে মোঃ মোজাম্মেল হক, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ থেকে মোহাম্মদ আশিকুর রহমান, ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগ থেকে মোহাম্মদ রফিকুর রহমান, আজহার আলী, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ থেকে মোহাম্মদ সাদীকুর রহমান, মোঃ হায়দার আলী এবং কৃষি রসায়ন বিভাগ থেকে মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২৩ জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রী লাভ করায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থী এবং তাদের গবেষণা সুপারভাইজারসহ সংশি¬ষ্ট সকলকে অভিনন্দন জানান।

File is not supported for preview.

Publish Date: 13 Dec, 2020