ee88

শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের করোনা ভ্যাকসিন প্রদানের জন্য অগ্রাধিকার তালিকা প্রেরণ প্রসঙ্গে।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন এবং অগ্রাধিকার ভিত্তিতে তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী ২১/০১/২০২১ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে  বিশ্ববিদ্যালয়ের    সকল শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের নামের তালিকা সংযুক্ত  Googe Form  মোতাবেক সকল শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের তথ্য আলাদা আলাদা ভাবে সাবমিট করার জন্য অনুরোধ করা হলো।

তথ্য সাবমিট করার লক্ষ্যে উক্ত লিংকটি সকল সংগঠন, সকলের ই-মেইল এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদানের জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদন দিয়েছেন।


New Googe Form  লিংক : 

বিঃ দ্রঃ Googe Form এ ক্রমিক  এর স্থানে 0 দিতে হবে |

 

রেজিস্ট্রার

বাকৃবি

Publish Date: 20 Jan, 2021