ee88

বাকৃবিতে বীজ সংক্রান্ত হাতে-কলমে প্রশিক্ষণ

বাকৃবিতে বীজ সংক্রান্ত হাতে-কলমে প্রশিক্ষণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২০মার্চ ২০২২ঃ বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে আজ
২০মার্চ ২০২২ রবিবার সকাল ৯টায় দিনব্যাপী ‘শীতকালীন সবজি বীজ এর
জীবাণু সনাক্তকরণ, দমন ও সংরক্ষণ’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টার এর পরিচালক প্রফেসর ড.
মোহাম্মদ আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বাউরেস এর পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান।
তিনি বলেন, বাজার থেকে কেনা বা নিজের সংরক্ষণ করা বীজ অনেক সময় ভালো
ফলন দেয় না। কিন্তু কিভাবে বীজের জীবানু সনাক্তকরণ, দমন এবং সুস্থ-সবল বীজ
সংরক্ষণ করা যায় এ নিয়েই প্রশিক্ষণ। বাকৃবির গবেষকদের গবেষণা এবং
কৃষক-কৃষাণীদের মাঠ পর্যাযের অভিজ্ঞতা সমন্বিত করেই নিরাপদ সবজি
উৎপাদন সম্ভব হবে। এছাড়াও এখান থেকে লব্ধ জ্ঞান শুধু নিজের মাঝে ধরে না
রেখে মাঠ পর্যায়ে ব্যবহার এবং প্রতিবেশী কৃষক-কৃষাণীর মাঝে ছড়িয়ে
দেয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. পুর্ণিমা দে এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ রোগতত্ত¡
বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং প্রক্টর প্রফেসর
ড. মোহাম্মদ মহির উদ্দীন।
অনুষ্ঠানে ২০জন কৃষক-কৃষাণীসহ উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগ এর শিক্ষক ও
আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

.

.

.

Publish Date: 20 Mar, 2022