ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আওতায় স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ময়মনসিংহ কেন্দ্রের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার(২৫/০১/২৫) সকাল ১১.০০ থেকে দুপুর ১২.৩০টায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবছর অত্র বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের আওতাধীন ১৮ টি অঞ্চলে মোট ১৭০টি কক্ষে সর্বমোট ৮২৭১জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা করা হয়েছে ।
ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক , রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম,ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, নিরাপত্তা কাউন্সিল পরিচালক প্রফেসর ড.মো: আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ।ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন ঢাবির কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতি প্রায় ৯৬%, তিনি ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্যে শুভকামনা জানিয়ে পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগীতার জন্যে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে প্রশ্ন ফাঁসসহ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এখানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিন পরিষদের আহবায়ক প্রফেসর ড. মো: জয়নাল আবেদীন ডিন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ বাকৃবি এবং ইউনিট সমন্বয়কারী হিসেবে ছিলেন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার ডিন, মাৎস্যবিজ্ঞান অনুষদ,বাকৃবি। বাংলাদেশের মোট ৮ টি বিভাগে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Publish Date: 25 Jan, 2025