বাকৃবিতে "World Intellectual Property Day" পালিত


"ফিল দ্য বিট অব আইপি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল(আইকিউএসি)এর উদ্যোগে ২৬ এপ্রিল, ২০২৫ শনিবার "World Intellectual Property Day" উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯.৩০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সকাল ১০.০০টায় সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় উক্ত সেমিনারে বক্তব্য রাখেন প্রফেসর ড. মাসুম আহমাদ এবং বিশেষ অতিথিদ্বয়। এসময় দিবসটি উপলক্ষে বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন ইউজিসির স্ট্রাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি এসুরেন্স ডিভিশনের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব শুরুতে ২৪ সনের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত এবং আহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন এবং উল্লেখ করেন যে, বাংলাদেশে এবারই প্রথম সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একযোগে এই দিবসটি পালিত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ গবেষণা হচ্ছে এবং যে পরিমাণ প্যাটেন্টেবল প্রোডাক্ট আছে তা আইপি এর জন্যে আতুর ঘর বলা যায় কিন্তু বাস্তবতা হলো যে অধিকাংশ গবেষকগণই নানা ধরণের আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের প্রোডাক্টের প্যাটেন্ট করার ক্ষেত্রে নিরুৎসাহিত হয়ে থাকেন। তিনি ইউজিসির মাধ্যমে ভবিষ্যতে যারা প্যাটেন্ট করাতে আগ্রহী, তাদের কাজগুলো সহজতর করার লক্ষ্যে একটা ল-ইয়ার প্যানেল তৈরীর মাধ্যমে অগ্রসর হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং বিশ্ব মেধা সম্পদ দিবসের সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, সেমিনারে বাকৃবির সকল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।