বাকৃবিতে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী সোমবার(৪ মে ২০২৫) বিকাল ৪.০০টায় ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। টুর্নামেন্ট কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হকের সভাপতিত্বে এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক কৃষিবিদ মো: আসাদুল হক সজলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো: রুহুল আমীন, রেজিস্ট্রার কৃষিবিদ ড.মো: হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ূন কবির, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য প্রফেসর(অব:) ড. মো: বোরহান উদ্দিন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: মাসুম আহমাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন- খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা আমাদের শরীর ও মনকে সতেজ রাখে। তিনি সকল ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকার পরামর্শ দেন এবং ভবিষ্যতে ঈঁশা খাঁ হল লেকে ওয়াটার পোলো চালুর বিষয়ে তাঁর অভিপ্রায় প্রকাশ করেন। তিনি বলেন যে, সার্বিকভাবে আমরা চাই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান চলমান থাকুক যাতে ছাত্র-ছাত্রীরা তাদের বিনোদনের মাধ্যম হিসেবে খেলাধুলাকে বেছে নিতে পারে, এতে শরীর-মন উভয়ই সতেজ রাখতে সহায়ক হবে।
উল্লেখ্য, ০৪-১১ মে ৭দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় বাকৃবির ১৪টি হলের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবে এবং প্রথম দিনে ছাত্রদের মাঝে ফজলুল হক হল বনাম মাওলানা ভাসানী হল এবং ছাত্রীদের মাঝে সুলতানা রাজিয়া হল বনাম তাপসী রাবেয়া হলের খেলা অনুষ্ঠিত হয়।