ee88

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদীয় শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের বি.এসসি. ফিসারিজ(অনার্স) লেভেল-৪, সেমিস্টার-২ (জুলাই-ডিসেম্বর/২০২৩) এর শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধনী বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সকাল ১১.০০টায় সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো: রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে এবং প্রফেসর ড. তাসলিমা খানম ও লেকচারার সালমান শাহরিয়ার নিবিড় এর সঞ্চালনায় শুরুতে দুইজন মহাপরিচালককে সন্মাননা স্মারক প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট সেলের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক। মুল নিবন্ধ উপস্থাপন করেন সহযোগী প্রফেসর ড. কাইজার আহমেদ সুমন এবং ইন্টার্নদের মধ্য থেকে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শুরুতে এই প্রোগ্রাম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ইন্টার্নশীপের গুরুত্ব উল্লেখ করে সকল ইন্টার্নদেরকে তাদের দায়িত্বের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন এবং তাদেরকে মনে করিয়ে দেন যে ইন্টার্নী পিরিয়ড চলাকালীন প্রত্যেক ইন্টার্ন বাকৃবির প্রতিনিধিত্ব করবে তাই প্রত্যেককেই এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে।তিনি ইন্টার্ন ছাত্র-ছাত্রীদের নিজ নিজ কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং ভালো আচরণের মাধ্যমে সাফল্য লাভের পরামর্শ দেন এবং ভবিষ্যতে এই অনুষদের ইন্টার্নীর সময়কাল ছয়মাসে উন্নীত করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল শিক্ষকবৃন্দ,মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইন্সটিটিউট এর বিজ্ঞানী,কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র -ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, তিন মাস মেয়াদি এই ইন্টার্নশীপ প্রোগ্রামে ১১টি গ্রুপে সর্বমোট ১০৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। মাৎস্যবিজ্ঞান অনুষদের সাথে সার্বিক সহযোগীতায় রয়েছে মৎস্য অধিদপ্তর ঢাকা এবং বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইন্সটিটিউট, ময়মনসিংহ।

Publish Date: 08 May, 2025